ন্যাটো সদস্যপদ নয়, নিরাপত্তা নিশ্চয়তায় জোর জেলেনস্কির
আর্ন্তজাতিক ডেস্ক: দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর বিনিময়ে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা চান তিনি।
রোববার (১৪ ডিসেম্বর) ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনা করতে জার্মানির বার্লিনে পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন জেলেনস্কি। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জসহ ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।
জেলেনস্কির ভাষায়, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ন্যাটোর অনুচ্ছেদ-৫ এর মতো সুরক্ষার কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় দেশ, কানাডা ও জাপানের কাছ থেকেও নিরাপত্তা গ্যারান্টি চান তিনি।
কিয়েভের মতে, এটি ইউক্রেনের পক্ষ থেকে একটি বড় সমঝোতা। কারণ এতদিন ন্যাটো সদস্যপদকেই রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানোর প্রধান উপায় হিসেবে দেখা হতো।
এদিকে, শান্তি আলোচনা চললেও রাশিয়ার হামলা থেমে নেই। রোববার ইউক্রেনের জাপোরিজিয়া শহরে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিআলো/শিলি



