নড়াইলে নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

নড়াইলে নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী


নড়াইল প্রতিনিধি:সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নড়াইলবাসী এক ইতিহাসের সাক্ষী হলো। এই প্রথম দলের বিদ্রোহী প্রার্থীছাড়া নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল শনিবার নড়াইল ও কালিয়া পৌরসভায়। নড়াইলের কালিয়া পৌর সভার নির্বাচনের আগের দিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন সরে দাঁড়ালেন নির্বাচন থেকে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন সংবাদ সম্মেলনে বলেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আগামীকাল শনিবার আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি।

এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সাবেক মেয়র এমদাদুল হক টুলু, সাবেক মেয়র এমদাদুল হক টুকুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের ওয়াহিদুজ্জামান হিরা এবং বিএনপির মনোনীত স. ম ওয়াহিদুজ্জামান মিলু নির্বাচনে লড়ছেন।

এর আগে গত ২৫ জানুয়ারি নড়াইল পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ান বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন আলম। আগামীকাল শনিবার ৩০ জানুয়ারি নড়াইল ও কালিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিআলো/শিলি