পাকিস্তানের রাজনীতিবিদদের কাছে ৩ প্রশ্ন অলরাউন্ডার হাফিজের

পাকিস্তানের রাজনীতিবিদদের কাছে ৩ প্রশ্ন অলরাউন্ডার হাফিজের

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের রাজনীতিবিদদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। দেশটিতে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি। রাষ্ট্রক্ষমতা নিয়ে ‘লড়াই’ চলছে। 

এ লড়াই এ মুহূর্তে জয়ী মুসলিম লিগ-নওয়াজের পিএমএলের (এন) শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

অন্যদিকে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারিয়ে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইমরান খান।

এদিকে রাষ্ট্রক্ষমতা নিয়ে শাহবাজ আর ইমরানের দ্বন্দ্বে নাকাল অবস্থা পাকিস্তানের জনগণের।

রাজধানী ইসলামাবাদে ইমরানের দলের নেতাকর্মীরা আন্দোলন করছে। তা ঠেকাতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আর গুলি অব্যাহত রয়েছে।

ইসলামাবাদ-লাহোরসহ পাকিস্তানের বেশ কিছু শহরে দেখা দিয়েছে নানা রকম সংকট।  

সব মিলিয়ে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে সাধারণ জনগণ জীবনে নেমে এসেছে দুর্ভোগ। নিরাপত্তাহীনতায় ভুগছেন পাকিস্তানিরা। 

জনগণের এ নাভিশ্বাস অবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর ওপর ক্ষুব্ধ, বিরক্ত দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

ইমরান-শাহবাজ দুজনের কাছেই তিনটি প্রশ্ন রেখেছেন হাফিজ। 

হাফিজ এক টুইটে লিখেছেন,  ‘রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ কেন ভুগবে? লাহোরের কোনো পেট্রল স্টেশনে পেট্রল নেই? এটিএম মেশিনে টাকা নেই?’

এ টুইট করেই ক্ষান্ত হননি হাফিজ। টুইটটিতে শাহবাজ, ইমরান, মরিয়ম নওয়াজ শরিফ ও বিলওয়াল ভুট্টো জারদারিকে ট্যাগ করেছেন তিনি।

বিআলো/শিলি