পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি
dailybangla
21st Nov 2025 8:38 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে শীতের আমেজ দিন দিন বাড়ছে।
শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ, ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।
সকালে ঘন কুয়াশা না থাকলেও জেলার তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও সদর উপজেলাজুড়ে হিমেল হাওয়া ও আর্দ্রতার কারণে শীতের প্রভাব স্পষ্ট।
আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল।
আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে এবং ডিসেম্বরের শুরুতে উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।
বিআলো/শিলি



