পটুয়াখালীতে যৌথ অভিযানে জাটকা জব্দ
dailybangla
18th Jan 2026 9:12 pm | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর দুমকি থানাধীন পায়রা ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১,৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।
এ সময় বাসের চালক, সুপারভাইজার ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা পটুয়াখালী সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ ও জাটকা নিধন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/আমিনা



