পথচলার ৭ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

পথচলার ৭ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

জবি প্রতিনিধি: প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, নিরপেক্ষতা এই স্লোগানকে সামনে রেখে গুটি গুটি পায়ে পথচলার সপ্তম বছরে পদার্পণ করল ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

দীর্ঘ ৭ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ তুলে ধরার মাধ্যমে সংগঠনটি ক্যাম্পাসে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে। প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলেও এ বছর করোনা ভাইরাসজনিত কারণে আয়োজন করা সম্ভব হয়নি। সকলের আস্থা, বিশ্বাস ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী এই সংগঠনটি ২০১৪ সালের ২০ নভেম্বর কয়েকজন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর সংগঠনটির নিজস্ব কোনো কার্যালয় ছিল না। তাই প্রতিষ্ঠাকালীন সদস্যরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করে কাঁঠালতলা বা মাসুক চত্বরে বসে কার্যক্রম পরিচালনা করত।

পরবর্তীতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিকট জায়গা করে নিয়েছে তারা। দীর্ঘ সময় পর উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ২০১৯ সালের ১৯ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবকাশ ভবনের ৪০৪ নং কক্ষটি বরাদ্দ দেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, নতুন উদ্যমে কাজ শুরু করে সংগঠনটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা করে সাংবাদিকতা উপভোগ করেছে।

বিআলো/শিলি