পয়সারহাট–গোপালগঞ্জ সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট
dailybangla
23rd Jan 2026 3:18 pm | অনলাইন সংস্করণ
অংকন তালুকদার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের পয়সারহাট–গোপালগঞ্জ সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে গত সোমবার থেকে শুরু হওয়া এই অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ফিটনেস ও ট্যাক্স টোকেনবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালানোর দায়ে বিভিন্ন চালককে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় কোটালীপাড়া অস্থায়ী আর্মি ক্যাম্পের সদস্যরা মোবাইল কোর্টে সহায়তা করেন। জরিমানা প্রদানকারী চালকরা ভবিষ্যতে সড়ক পরিবহন আইন মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



