ভালুকায় সরকারি অনুমোদন ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রয়

ভালুকায় সরকারি অনুমোদন ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রয়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:  ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ছোট লোহাবই গ্রামের সরকারি অনুমোদন ছাড়াই,ছোট লোহাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও মাঠের চারপাশে থাকা মেহগনি, আকাশমনি (একাশিয়া) গাছ কেটে বিক্রয় করে হাতিয়ে নিয়েছে প্রায় লাখ টাকার উপরে অত্র বিদ্যালয়ের সভাপতি ও জমিদাতা।

জানা যায়, ১৯৯৪ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়, ছোট লোহাবই কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে ২০১১সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তী সময়ে ২০১৩ সালে সেটি সরকারিকরণ করা হয়েছে। বিদ্যালয়টি স্থাপনের জন্য জমি দান করেছেন মৃতঃ ছলিম উদ্দিনের ছেলে মোঃ কে এম ঈদ্রিস আলী মাষ্টার এবং বর্তমানে বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি পদে আছেন তার ছোট ভাই মাইন উদ্দিন। এ সুবাদে সরকারি অনুমোদন কে তোয়াক্কা না করে বিদ্যালয়ের মাঠে ও মাঠের চারপাশে থাকা গাছ কেটে বিক্রয় করে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি জানান, বিদ্যালয়ের জন্য জমি দিয়েছেন তারা, তাই শক্তি খাটিয়ে গাছ কেটে বিক্রয় করেছেন সরকারি জমি থেকে। তাদের ভয়ে এলাকা বাসি গাছ কাটা ও বিক্রয়ের বিষয়ে জিজ্ঞাসা করতে পারেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান খান জানান, করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকে। তাই বিদ্যালয়ের গাছ কেটে বিক্রয় করা হয়েছে এ বিষয়ে আমি জানিনা। তবে পরবর্তী সময়ে অফিসের কাজের জন্য বিদ্যালয়ে আমি যাই, গিয়ে দেখি বিদ্যালয়ে থাকা গাছ কে বা কাহারা কেটে নিয়ে গেছে । এ বিষয়ে আমি সভাপতিকে অবগত করেছি।

বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি মোঃ মাইন উদ্দিন বলেন, বিদ্যালয়ের জন্য আমার বড় ভাই ইদ্রিস আলী মাষ্টার জমি দিয়েছেন। তার জমি থেকে সে গাছ কেটে বিক্রয় করেছেন, স্কুলের কোন জমি থেকে গাছ কাটা হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ বলেন, স্কুলের গাছ কেটে বিক্রয় করা হয়েছে, এ বিষয়ে আমি জানিনা এবং প্রধান শিক্ষক আমাকে অবগত করেনি।

বিআলো/শিলি