• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরমাণু ইস্যুতে আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা: ট্রাম্প 

     dailybangla 
    26th Jun 2025 11:03 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনার টেবিলে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই হতে যাচ্ছে আলোচনা।

    তবে তিনি বলেন, ইরানের সব পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় চুক্তির বিষয়টি এখন আর মূখ্য নয়। ট্রাম্পের দাবি, মার্কিন বিমান হামলার পর ইসরাইলি গুপ্তচররা ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে গিয়ে দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

    এদিকে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, নতুন গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পুরোই ধ্বংস হয়েছে। ইরান স্বীকার করেছে, এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।

    পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান আলোচনার মধ্যে গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরাইল। ইরানের পাল্টা জবাবের মধ্যদিয়ে তা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। সংঘাতে ক্ষয়ক্ষতি আর হতাহত হয়েছে দুই পক্ষেরই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ৬২৭ জন প্রাণ হারিয়েছেন। আহত প্রায় পাঁচ হাজার।

    সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে তেহরান, কেরমানশাহ ও ইসফাহানে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলী শাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান।

    অন্যদিকে ইসরাইল জানিয়েছে, ইরানের হামলায় তাদের ২৪ জন নিহত ও কয়েকশজন আহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যদিয়ে গত মঙ্গলবার (২৪ জুন) ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়।

    সংঘাত থামলেও ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ইরানের যোদ্ধারা প্রস্তুত আছে। শত্রুপক্ষ ভুল করলে, আগের মতোই শক্ত প্রতিক্রিয়া পাবে। দেশ রক্ষায় এক মুহূর্তও পিছপা হবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বিমান হামলার পর ইসরাইলি গুপ্তচররা ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় গিয়েছিল। তারা দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও দাবি করেন, দ্রুত হামলার কারণে ইরান কোনোভাবেই তাদের পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পারেনি।

    এদিকে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, নতুন গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পুরোই ধ্বংস হয়েছে। ইরানও স্বীকার করেছে, এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।

    ইরান-ইসরাইল সংঘাত শেষের পর পরমাণু কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান-ওয়াশিংটন। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগ শহরে পশ্চিমা সামরিক জোট ন্যাটো শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত।

    দুই পক্ষের মধ্যে চুক্তি হতে পারে বলেও জানান ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, চুক্তি না হলেও কিছু যায় আসেনা। কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যারা শান্তি চায় তাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি আরও বলেন, আলোচনা আবার শুরু হবে কি-না তা নির্ভর করবে ইরান এতে অংশ নিতে আগ্রহী কি না তার উপর।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930