‘প্রশ্ন করো’

‘প্রশ্ন করো’
জেসমিন আবেদীন

‘প্রশ্ন করো’

উন্নয়নের জোয়ার কি
দেখতে চাইলে প্রশ্ন করো
একজন দিনমজুর কে।
যার জীবনে এখন বিনা উপার্জন ও অনিশ্চয়তার
কড়াকড়ি রকমের লক ডাউন চলছে।

উন্নয়নের জোয়ারে ভাসা কি
জানতে চাইলে প্রশ্ন করো
এক মধ্যবিত্ত পরিবার কে।
যারা আত্মসমর্পণ করে মৃত্যুর কাছে,
কিন্তু লজ্জায় ত্রাণ চেয়ে দারিদ্রতার কাছে নয়।

উন্নয়নের জোয়ার কেমন ভাসায়
তা জিজ্ঞাসা করো শিক্ষিত কোনো
সরকারি চাকরির বয়স পেরিয়ে যাওয়া বেকারকে।
বিদেশি শিক্ষার সনদপত্র আনতে পারেনি বলে
যে নিজ দেশে যোগ্যতা প্রমাণে অক্ষম, 
ঘুষের অভাবে চাকরি পায়নি নিজের মাটিতে।

উন্নয়নের জোয়ারে ভাসতে কেমন লাগে
জেনে নিও একটা রোগীর কাছে।
উন্নত চিকিৎসার অভাবে যে বাঁচতে পারছেনা,
পড়ে আছে সরকারি হাসপাতালের বারান্দায়, 
টাকার অভাবে যেতে পারছে না
বেসরকারি নামি-দামি হাসপাতালে বা বিদেশে। 

উন্নয়নের জোয়ারে ভাসার কৌশল জানতে
প্রশ্ন করো এক পোশাক শ্রমিক মায়ের কাছে।
যাকে দেশের উন্নয়নের চাকা সচল রাখতে
মহামারীর সাথে প্রতিযোগিতায় নেমে
দু'বেলা খেয়ে টিকে থাকা নিশ্চিত করতে হয়।

উন্নয়নের জোয়ারে ভাসা কেমন
তা দেখার হলে রাতের আঁধারে রাস্তায় হাটো।
দেখবে, সে তার বুকে ঠাঁই দিয়েছে 
শত সহস্র পথশিশুদের পরিবার কে বস্তি হয়ে,
কিংবা উন্নয়নের আলোতে আলোকিত
নষ্ট হয়ে হয়ে যাওয়া দেহকর্মিদের অফিস হয়ে।

উন্নয়নের জোয়ারে মোড়কীকরণ করলেই
ভাসবে না দেশের মানুষ। 
মানুষের উন্নয়ন কেমন জানিনা
উড়ে যাচ্ছে হয়ে ফানুস। 
মেধাশূণ্য জাতি উন্নয়নের জোয়ারে
তলিয়ে যাবে, ভাসবে না।
এই যুদ্ধ স্বজাতির বিরুদ্ধে,
পথ দেখাতে এবার আর মুজিব আসবে না।

লেখক পরিচিতি: জেসমিন আবেদীন জেনি , কবি।