পরিবর্তনের অঙ্গীকারে নারায়ণগঞ্জে নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসন গড়ার প্রতিশ্রুতি এড. আব্দুল্লাহ আল-আমিনের
নিজস্ব প্রতিবেদক: দশ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বলেছেন, “আমরা চাই নারায়ণগঞ্জে এমন একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসন গড়ে উঠুক, যেখানে নাগরিকরা সুবিধা পাবেন এবং ব্যবসায়ী, শ্রমিকসহ সাধারণ মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে।”
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আব্দুল্লাহ আল-আমিন বলেন, “নারায়ণগঞ্জ শিল্পনির্ভর এলাকা। এখানে ব্যবসায়ীরা যেন শান্তিতে ব্যবসা করতে পারেন, শ্রমিকরা যেন তাদের পাওনা পান এবং নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন—এটাই আমাদের লক্ষ্য। আমরা চাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে একটি সুশাসিত, নিরাপদ, নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে উঠুক।”
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “অন্যদের মতো আমার কাছে টাকা নেই, প্রভাবও নেই। আমি সাধারণ থেকে সাধারণ থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই। দেশের পরিবর্তনের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে সংগ্রাম করেছি, ভবিষ্যতেও সেই সংগ্রাম চালিয়ে যাব।”
তিনি উল্লেখ করেন, “আমরা চাই বাংলাদেশী মানুষ যেন ১৬–১৭ বছর পর আবার মুক্তভাবে ভোট দিতে পারে। সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। তরুণ প্রজন্ম হিসেবে আমরা দেশের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই।”
সংবাদ সম্মেলনের শেষে আব্দুল্লাহ আল-আমিন বলেন,
“নারায়ণগঞ্জকে আমরা একটি শিক্ষানির্ভর, নিরাপদ আবাসনের শহরে রূপান্তরিত করতে চাই। আমি সকলের দোয়া, ভালোবাসা ও পরামর্শ কামনা করছি, যাতে আমরা একসঙ্গে একটি নতুন, ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার, খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, এনসিপির নারায়ণগঞ্জ–৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তফা সরদারসহ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ।
দশ দলীয় জোটের নেতৃবৃন্দ এডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



