• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরীমনি ইস্যুতে যা বললেন আশফাক নিপুণ 

     dailybangla 
    28th Jan 2025 1:46 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: পরীমণি ইস্যুতে সোচ্চার হয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। অন্তর্বর্তী সরকারকে কাজের সরকার হতে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন ‘মহানগর’ সিরিজ খ্যাত এ নির্মাতা।

    টাংগাইলের কালিহাতীতে একটি প্রসাধনীর দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণির উপস্থিত হওয়ার কথা থাকলেও এলাকাবসীর চাপের মুখে সেটি স্থগিত ঘোষণা করা হয়। ঘটনার পরদিনই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

    বিষয়টিকে ‘মব’ বলে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন আশফাক নিপুণ।

    একই সঙ্গে ‘মব’ ঠেকানোর জন্য সরকারকে কঠোর হতেও বলেন এই নির্মাতা। রবিবার দুপুরে সেই পোস্টে আশফাক নিপুণ লিখেন, ‘মবের প্রতিবাদের মুখে পরীমনির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদগীরণের পরপরই তার বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেপ্তার আদেশ জারি বড়ই কাকতালীয়, সরকার।’

    এরপর তিনি আরো লিখেন, আবার সাজাপ্রাপ্ত দাগি আসামি সবার জামিনে বের হয়ে ত্রাস সৃষ্টি করা মোটেও কাকতালীয় না। ঠিক যেমন আদিবাসীদের ওপর সভরেন্টি গ্রুপের হামলাও কাকতালীয় না, আবার নারী অভিনেতাদের তথাকথিত ‘মব’-এর প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন করতে না পারাও এখন আর কাকতালীয় না।

    সবশেষে তিনি লেখেন, কাকতালীয় বা অকাকতালীয় কোন সরকারই হইয়েন না, জনাব সরকার; কাজের সরকার হন। ‘মব’ ঠ্যাকান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের ধরার ব্যবস্থা করেন। না হলে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়াও কাকতালীয় হবে না।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930