পর্তুগালে জনসমক্ষে নিকাব পরা নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জনসমক্ষে ‘লিঙ্গভিত্তিক ও ধর্মীয় কারণে’ নিকাব পরা নিষিদ্ধ করে বিল পাস করেছে পর্তুগালের পার্লামেন্ট। দক্ষিণপন্থী চেগা পার্টি প্রস্তাবিত এই বিলের পক্ষে ভোট দিয়েছে মধ্য- ডানপন্থী জোট।
শুক্রবার পাস হওয়া বিল অনুযায়ী, জনসমক্ষে নিকাব পরলে ২০০ থেকে ৪ হাজার ইউরো জরিমানা করা হবে। আর কাউকে নিকাব পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। তবে উপাসনালয়, কূটনৈতিক প্রাঙ্গণ ও উড়োজাহাজে নিকাব পরার অনুমতি থাকবে।
বিলটি এখন সাংবিধানিক কমিটির পর্যালোচনায় যাবে। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা চাইলে বিলটিতে ভেটো দিতে পারেন বা সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন।
বিলটি আইনে পরিণত হলে পর্তুগাল ইউরোপের সেই দেশগুলোর কাতারে নাম লেখাবে, যেখানে নিকাব নিষিদ্ধ- যেমন ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডস।
বিলের বিরোধিতা করেছেন কয়েকজন বামপন্থী নারী এমপি। তবে পাসের পর চেগা নেতা আন্দ্রে ভেনচুরা বলেন, “আজ আমরা আমাদের মেয়েদের ভবিষ্যৎ রক্ষা করেছি।” তার ভাষায়, এটি ছিল “গণতন্ত্র, মূল্যবোধ ও নারীর অধিকার রক্ষার ঐতিহাসিক দিন।”



