• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পলাতক আওয়ামী ব্যবসায়ীদের ব্যবসা চলছে, বিএনপি বাধা দিচ্ছে না: গয়েশ্বর 

     dailybangla 
    30th May 2025 5:39 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ‘আওয়ামী ব্যবসায়ীরা পলাতক থাকার পরও তাদের ব্যবসা চলমান রয়েছে, বিএনপির নেতাকর্মীরা বাধা প্রদান করছে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

    ২৯ মে (বৃহসপতিবার) জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন এর উদ্যোগে রাজধানীর হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিগত সাড়ে পনেরো বছর শেখ হাসিনার আমলে আওয়ামীলীগ এর নেতা কর্মীরা যেভাবে একচেটিয়া ব্যবসা বানিজ্য ও কল কারখানা চালিয়েছিলেন, বর্তমানে শেখ হাসিনা ও আওয়ামীলীগ এর ব্যবসায়ীরা পলাতক থাকার পর ও তাদের ব্যবসা বানিজ্য কলকারখানা দিব্যি চলমান রয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা তাতে বাধা প্রদান করছে না।

    বক্তারা সৈরাচারী ফ্যাসিষ্ট শেখ হাসিনার হত্যা, গুম, নির্যাতন, হয়রানি মূলক মামলা হামলা,কোটি কোটি টাকা বিদেশে পাচার,অবৈধ সম্পদের পাহাড় গড়া,পাতানো নির্বাচন সহো আরও নানান অনিয়মের কথা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। পক্ষান্তরে তারা শহীদ জিয়াউর রহমানের সৃতিচারণ করে তার জীবনাদর্শ, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

    প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে তিনি শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগভরে স্মরণ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম (মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা)। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান এর আদর্শ ও অবদানের দিক তুলে ধরেন। বিকাল তিনটা এক মিনিটে শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এ আয়েজনের শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন কাজী আবুল বাসার এবং আবু মোঃ আহসানুল হাবীব।

    আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ যুগ্ম মহাসচিব(বাংলাদেশে জাতীয়তাবাদী দল)তিনি উল্লেখ করেন জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা।
    জনাব হুমায়ুন কবির খান, সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক, শ্রমিকদের অধিকার আদায়ে শহীদ প্রেসিডেন্টের ভূমিকা স্মরণ করিয়ে দেন।

    বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল,মুস্তাফিজুল করিম মজুমদার (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি),আবুল খায়ের খাজা(বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি),মোঃ সুমন ভুইঁয়া আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি),মোঃ বদরুল আলম সবুজ সদস্য সচিব (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি),মোঃ কামরুল জামান সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর(বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি)

    আলোচনা সভা শেষে সবার অংশগ্রহনে দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমান এর রোহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সু-স্বাস্হ্য তথা বাংলাদেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের কর্মচারী কর্মকর্তাবৃন্দ। শ্রমিক দলের মহানগর কেন্দ্রীয় নেতৃবৃন্দ,মহিলা কমিটি ও বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতা কর্মী, গন্যমান্য অতিথি,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031