পল্লবীতে শহীদ মিরাজ ও শুভ’র পরিবারের পাশে দাঁড়ালেন আমিনুল হক
মো. জাকির হোসেন, পল্লবী: রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া মিরাজ ও শুভ’র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রোববার দুপুরে শহীদ দুইজনের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। এ সময় তিনি শহীদ মিরাজ ও শুভ’র ছোট ভাইদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, “শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। এই দেশ এবং জাতি তাদের চিরদিন স্মরণ করবে। তাদের সঁপে দেওয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমরা সারা জীবন দায়বদ্ধ থাকব।”
তিনি অভিযোগ করে বলেন, “বৈষম্যবিরোধী গণআন্দোলনের সময় একটি স্বৈরাচারী গোষ্ঠী মানুষের মৃত লাশ নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ক্ষমতা ধরে রাখার জন্য তারা লাশের সঙ্গেও নির্যাতন চালিয়েছে। এটি ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে থাকবে।”
শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আমরা আছি, ইনশাল্লাহ। সার্বিকভাবে আপনাদের পাশে থাকব। আপনারা নিঃসঙ্কোচে আমাদের সহযোগিতা চাইতে পারেন।”
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা শহীদ পরিবারের পাশে থাকার গুরুত্ব এবং গণতন্ত্র রক্ষায় তরুণদের আত্মত্যাগের মূল্য জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এই সাক্ষাৎ অনুষ্ঠানটি শহীদ পরিবারের জন্য এক প্রেরণার মুহূর্ত হিসেবে দেখা গেছে, যেখানে রাজনৈতিক নেতার সঙ্গে সংলাপের মাধ্যমে তারা সমাজের কাছে শহীদদের অবদান ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতে পারছেন।
বিআলো/তুরাগ



