পশ্চিমবঙ্গে এনআরসি-সিএএ বিরোধীদের ওপর গুলি, নিহত ২

পশ্চিমবঙ্গে এনআরসি-সিএএ বিরোধীদের ওপর গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন সিএএ ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ডাকা ধর্মঘটে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই মুসলিম নাগরক নিহত এবং আরো তিনজন আহত হয়েছে।


নিহতদের নাম, সানারুল বিশ্বাস (৬০) ও সালাউদ্দি শেখ (১৭)। এ ঘটনায় তূণমূলের নেতাকর্মীদের দিকে অভিযোগের তীর ছুড়েছেন আন্দোলনকারীরা। তবে তৃণমূলের পক্ষ থেকে এ হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে।


কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) সকালে ওই এলাকাটিতে সিএএ বাতিল ও এনআরসির বিরুদ্ধে ‘নবজাগরণ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন অবস্থান ধর্মঘটে অংশ নেন। ওই সংগঠনে বিভিন্ন রাজনৈতির দলের কর্মীরা থাকলেও তারা মূলত অরাজনৈতিক একটি আন্দোলন তৈরির চেষ্টা করেছিলেন। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা।