পাঁচ বছর পর আবারও বাগদানের পোশাকে বিদ্যা সিনহা মিম
বিনোদন ডেস্ক: বাগদানের পাঁচ বছর পর সেই বিশেষ পোশাকের সঙ্গে নিজের আবেগের কথা ভাগ করে নিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র ৫৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন মিম। ভিডিওতে তাকে দেখা যায় নিজের বাগদানের সময়কার পোশাক পরে একটি ইভেন্টে অংশ নিতে। ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে শাহিলের জনপ্রিয় গান ‘বারিশ মে ফের’।
ভিডিওর ক্যাপশনে মিম লেখেন, “আমার বাগদানের পোশাক ৫ বছর পরও স্পেশাল।”
ভক্তদের কাছ থেকে মুহূর্তেই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ের মাধ্যমে আলোচনায় আসেন মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।
২০২১ সালের ১০ নভেম্বর জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বাগদানের ঘোষণা দেন মিম। পরের বছর ২০২২ সালের ৪ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিআলো/শিলি



