পাওয়ার গ্রিডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ঢাকা কার্যালয়ের অডিটোরিয়ামে হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির পরিচালক, শেয়ারহোল্ডার, বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান, এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রম উপস্থাপন করেন। কোম্পানি জানায় যে, ঋণ পরিশোধজনিত Foreign Exchange Loss-এর কারণে কর পরবর্তী ২১০.৬২ কোটি টাকা লোকসান হয়েছে, ফলে এবারের জন্য কোনো লভ্যাংশ প্রদান সম্ভব হয়নি।
শেয়ারহোল্ডাররা কোম্পানির লাভজনক অবস্থায় ফেরার ওপর গুরুত্বারোপ করেন। পরিচালকবৃন্দ জানান, লোকসান পূর্ববর্তী বছরের তুলনায় কমেছে এবং যদি বর্তমান ধারা বজায় থাকে, ভবিষ্যতে কোম্পানি ধাপে ধাপে লাভজনক অবস্থায় পৌঁছাবে।
পাওয়ার গ্রিডের মালিকানা: ৫৮.৫০% বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ২২% সরকার, এবং অবশিষ্ট ১৯.৫% সাধারণ শেয়ারহোল্ডার।
বিআলো/তুরাগ



