পাকিস্তানে ২ বিচারপতির পদত্যাগ, সুপ্রিম কোর্টের স্বাধীনতা নিয়ে সংকট
আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক মুহূর্ত। সিনিয়র বিচারপতি মনসুর আলী শাহ ও বিচারপতি আথার মিনল্লাহ ২৭তম সাংবিধানিক সংশোধনী পাশ হওয়ার পর পদত্যাগ করেছেন। দুই বিচারপতি পদত্যাগপত্রে সংশোধনীর কারণে আদালতের স্বাধীনতা ও সংবিধানের মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া দাবি করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির কাছে পদত্যাগপত্র জমা দেন মনসুর আলী শাহ ও আথার মিনল্লাহ। বিশ্লেষকদের মতে, এটি পাকিস্তানের বিচার বিভাগের ইতিহাসে বিরল ঘটনা।
২৭তম সাংবিধানিক সংশোধনী বুধবার জাতীয় পরিষদ ও বৃহস্পতিবার সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হয়। আইনমন্ত্রী আজম নাজির তারার সংশোধিত বিলটি উপস্থাপন করেন এবং উচ্চকক্ষে ৬৪ ভোটে অনুমোদিত হয়। সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের ওপর নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের বিধান রাখা হয়েছে, যা বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে।
বিচারপতি মনসুর আলী শাহ পদত্যাগপত্রে লিখেছেন, “২৭তম সংশোধনী সুপ্রিম কোর্টকে ভেঙেছে, বিচার বিভাগকে নির্বাহী শাখার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং পাকিস্তানের সাংবিধানিক গণত্ম্রকে হুমকির মুখে ফেলেছে।” তিনি বলেন, এই আদালতে দায়িত্ব পালন করা এখন সাংবিধানিক অন্যায়ের প্রতি নীরব সম্মতির সমান।
আথার মিনল্লাহও সংশোধনীর সমালোচনা করে বলেছেন, “এটি শুধু আদালতের ক্ষমতা খর্ব করেনি, বরং সংবিধানকেই কার্যত বিলুপ্ত করেছে।”
দুই বিচারকের পদত্যাগ পাকিস্তানে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধান ও নির্বাহী প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দেশটির ইতিহাসবিদ ও বিশ্লেষকরা এটিকে এক সংকট মুহূর্ত হিসেবে মূল্যায়ন করছেন। সূত্র: জিও নিউজ
বিআলো/শিলি



