• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাট খাতের জন্য প্রথমবারের মতো “Sustainable Market Access Bootcamp” উদ্বোধন 

     dailybangla 
    01st Jul 2025 11:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পাটপণ্যের টেকসই রপ্তানি বাজারে প্রবেশে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো “Sustainable Market Access Bootcamp – Jute Sector” কর্মসূচির সূচনা হয়েছে।

    সোমবার (১ জুলাই) এ কর্মসূচির প্রথম হাইব্রিড ওয়েবিনার অনুষ্ঠিত হয় ঢাকার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (JDPC) অডিটরিয়ামে এবং অনলাইনে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগ এই কর্মসূচির ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন ইউনিট (NIU) হিসেবে কাজ করছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জেনেভাভিত্তিক WTO Enhanced Integrated Framework (EIF) এবং International Trade Centre (ITC)-এর সহায়তায় তিন মাসব্যাপী এ উদ্যোগে ধারাবাহিক ওয়েবিনার, ওয়ান-টু-ওয়ান মেন্টরিং ও তিন দিনের ব্যবহারিক ওয়ার্কশপ থাকবে।

    পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, পণ্যে বৈচিত্র্য, মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং দক্ষতা উন্নয়ন এ Bootcamp-এর মূল উদ্দেশ্য।

    “State of the Industry” শীর্ষক প্রথম ওয়েবিনারে প্রায় ১০০ জন সরাসরি এবং ১৪৫ জন অনলাইনে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগ প্রধান ও EIF-এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট ড. নাজনীন কাউসার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং EIF এর প্রতিনিধিরা। কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ITC প্রকল্প সমন্বয়কারী মি. ডুক ড্যাং এবং পাট খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উপস্থাপনা করেন আন্তর্জাতিক ব্যবসা কৌশলবিদ মিস টারা মুলহেয়ার।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031