পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
ইসা হাসান, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাব। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে পাথরঘাটা উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে শিক্ষার্থী, ক্লাব সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ চত্বর হয়ে তাসলিমা মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি চলাকালে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিক ব্যবহার কমানোসহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়। র্যালি শেষে তাসলিমা মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল ‘পরিবেশ রক্ষায় আইন নয়, সামাজিক সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ’।
বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়বদ্ধতা, ব্যক্তি উদ্যোগ ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আল মামুন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু আইন প্রণয়ন করলেই হবে না সেই আইন বাস্তবায়নের জন্য মানুষের মানসিকতা ও সচেতনতা গড়ে তোলা জরুরি।
বিশেষ করে শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব চিন্তা-চেতনায় অভ্যস্ত হয় তাহলে ভবিষ্যতে একটি টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এছাড়াও স্মার্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ও ক্লাবের সদস্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, পরিবেশ দূষণের ভয়াবহতা দিন দিন বেড়ে চলেছে।
এই পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। অনুষ্ঠানটি তাসলিমা মেমোরিয়াল একাডেমির সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাব।
বাস্তবায়নে ছিল সংগ্রাম এবং সহযোগিতায় পিকেএসএফ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি এলাকায় পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বিআলো/আমিনা



