পানছড়ি থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল
সুমন সরদার: খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পরিদর্শন করলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম।
আজ ৩ জুন (মঙ্গলবার) পানছড়ি থানার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) অমিত কুমার দাশ, পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১) মোহাম্মদ নাজমুল করিম।
পরিদর্শন উপলক্ষে পানছড়ি থানায় পৌঁছালে পানছড়ি থানা পুলিশের পক্ষ হতে পুলিশ সুপারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন এর নেতৃত্বে থানা পুলিশের একটি সু- সজ্জিত দল পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে। “গার্ড অব অনার” প্রদান শেষে পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে এবং অস্ত্রাগার পরিদর্শনসহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পুলিশ সুপার থানার সকল অফিসার ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান বৈঠক কার্যক্রম জোরদার করে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
এছাড়াও তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
বিআলো/শিলি



