পাবনায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
এস এম আলমগীর চাঁদ, পাবনা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে পাবনায় জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হোসাইন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, গত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশকে বদলানোর সুযোগ এসেছে।
আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। আমরা ফ্যাসিবাদ মোকাবিলা করতে পারি। এ সুযোগ গত ৫৪ বছরের ইতিহাসে এ প্রথমবারের মতো উপস্থিত হয়েছে। মসজিদের ইমামগণ এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই প্রত্যেক মসজিদের ইমামদের নৈতিক দায়িত্ব সহকারে এ বিষয়ে সকলকে উৎসাহিত করা অতীব জরুরী। যাতে আমরা নতুন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা সূচনা করতে পারি।
বক্তারা আরো বলেন, আপনারা যখন ১২ ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন তখন সাথে অন্যদেরও নিয়ে যাবেন। এবার ভোটে দুই ধরনের ব্যালট দেওয়া হবে। একটা সাদা আরেকটা গোলাপি। সাদা ব্যালটে জাতীয় সংসদের যারা প্রার্থী তাদের নাম ও প্রতীক থাকবে। আপনারা যাকে যোগ্য মনে করেন সাদা ব্যালটে তাকে ভোট দিবেন। কোন দলে বা কোন প্রার্থীকে ভোট দিবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। আর গোলাপি তে একটা মার্কা থাকবে। সেটা হলো হ্যাঁ এবং না। আপনাকে হ্যাঁ এবং না প্রতীকে ভোট দেওয়ার জন্য এর পাশে ঠিক চিহ্ন দেওয়া থাকবে।
জেলা ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. ইমামুল ইসলাম। অনুষ্ঠানে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করনের উদ্দেশ্যে মসজিদের ইমামগণকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
বিআলো/আমিনা



