পাবনার ফরিদপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, গুলি ও ককটেল নিক্ষেপ
এসএম আলমগীর চাঁদ, পাবনা: পাবনার ফরিদপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসদরের উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। খবর পাওয়ার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত হঠাৎ গুলি ছুঁড়ে কার্যালয়ের দরজা ভেঙে ফেলে। পরে তারা ভেতরে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। হামলার সময় কার্যালয়ে কেউ উপস্থিত ছিল না।
জহুরুল ইসলাম আরও বলেন, *“আমাদের দলে কোনো ধরনের বিভেদ বা গ্রুপিং নেই। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর আওয়ামী দুষ্কৃতিকারীরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।”* তিনি আরও জানান, পুলিশকে খবর দেওয়ার পর তারা রাতেই এবং শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, *“খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।”*
পুলিশ ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিআলো/ইমরান



