পিএসবি’র মসজিদ প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন কুয়েতের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশ (পিএসবি)-এর ব্যবস্থাপনায় এবং জাকাত হাউস, কুয়েত-এর অর্থায়নে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে নির্মিতব্য একটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকাস্থ কুয়েতের রাষ্ট্রদূত আলী সুনাইয়ান আব্দুল ওয়াহ্হাব হামাদাহ। এ সময় মসজিদ নির্মাণে অর্থায়নকারী কুয়েতি দাতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কুতাইবাহ আব্দুল্লাহ সুলাইমান আল-আতিকি।
ভিত্তি স্থাপন উপলক্ষে মসজিদ কমিটির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে কুয়েতের রাষ্ট্রদূত বলেন, “আল্লাহর ইচ্ছায় কুয়েতের বদান্যতার হাত বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সম্প্রসারিত হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। মসজিদ ও হিফজুল কুরআন মাদরাসা নির্মাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তা দৃশ্যমান হচ্ছে। মসজিদ নির্মাণকাজ যথাযথ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হবে—এমনটাই আমরা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ, এ কাজে আমরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবো।”
অনুষ্ঠান শেষে অতিথিরা এলাকার কিছুসংখ্যক ইয়াতিম শিশুর মাঝে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।
এলাকাবাসীর পক্ষে মসজিদ কমিটির সভাপতি ড. মো. হারুনুর রশিদ একটি সুন্দর মসজিদ নির্মাণে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় কুয়েতের রাষ্ট্রদূত, দাতা, কুয়েতবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিআলো/তুরাগ



