পিক্সেলে বিশ্বসেরা বাংলাদেশের ইমরুল কাওসার ইমন
নিজস্ব প্রতিবেদক: ভিডিও ক্রিয়েটরদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম Pexels.com-এ বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক ও ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন। বিশ্বব্যাপী প্রায় ৭ লাখ ভিডিও ক্রিয়েটরের মধ্যে বর্তমানে তিনি এক নম্বর অবস্থানে রয়েছেন। পিক্সেলসের ওয়েবসাইট ঘুরে এ তথ্য জানা গেছে।
পিক্সেলসের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ দিনে ইমনের অ্যাকাউন্টে ভিজিট করেছে প্রায় ২ কোটি ৫০ লাখ দর্শক। দৈনিক গড়ে প্রায় ৯ লাখ ভিউয়ার তার কনটেন্ট দেখেছেন।
একই সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ২৮ হাজার ভিডিও ডাউনলোড করা হয়েছে, যার অধিকাংশই বাংলাদেশের প্রকৃতি, সমুদ্র সৈকত, শহর ও গ্রামভিত্তিক ভিডিও।
২০২৫ সালজুড়ে ইমনের অ্যাকাউন্টে মোট ভিউ হয়েছে ১৪০ দশমিক ৮ মিলিয়ন। প্রতি মাসে গড়ে ১ কোটি ২৫ লাখ দর্শক তার কনটেন্টের মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করেছেন। হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় ৪ লাখ ১৬ হাজার, প্রতি ঘণ্টায় সাড়ে ১৭ হাজার এবং প্রতি মিনিটে গড়ে ৭২৩ জন দর্শক তার অ্যাকাউন্ট ভিজিট করেছেন।
পিক্সেলসের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, উল্লেখিত সময়ে ইমনের অ্যাকাউন্ট থেকে মোট ১ লাখ ৮৪ হাজার বার ভিডিও ডাউনলোড করা হয়েছে। ওয়েবসাইটটির ‘মোস্ট ভিউড’ তালিকায় শীর্ষে, ‘মোস্ট অ্যাকটিভ’ তালিকায় সেরা তিনে এবং ‘কমিউনিটি লিডারবোর্ড’-এ সেরা পাঁচের মধ্যে প্রথম স্থানে রয়েছেন তিনি।
সবশেষে পিক্সেলস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ইমনকে জানায়, ৯২টি দেশ থেকে প্রতি তিন মিনিটে একটি করে ভিডিও ডাউনলোড হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে। কোনো কোনো সময় ডাউনলোডের হার ১৫৫ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে ইমরুল কাওসার ইমন বলেন, “সাংবাদিকতার পাশাপাশি কনটেন্ট তৈরি আমার নেশা। কাজ করতে গিয়ে অনেক ভিডিও ফুটেজ ধারণ করা হয়, সেখান থেকে বাছাই করা মানসম্মত ভিডিও আমার টিম বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে। তবে পিক্সেলসে ভিডিও আপলোডের বিষয়টি আমি নিজেই যাচাই করি। কারণ এটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, এখান থেকে মানুষ আমার দেশ, গ্রাম ও শহরের প্রাকৃতিক সৌন্দর্য দেখবে।”
তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্মে প্রতিটি সেকেন্ডেই কঠিন প্রতিযোগিতা। নিয়মিত কাজ না করলে দ্রুত পিছিয়ে পড়তে হয়, আর একবার পিছিয়ে গেলে সামনে আসা খুবই কঠিন।”
উল্লেখ্য, Pexels.com একটি জনপ্রিয় ফ্রি ভিডিও ও ছবি ডাউনলোড প্ল্যাটফর্ম। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ প্রয়োজনীয় ভিডিও ডাউনলোডের জন্য এই সাইটটি ভিজিট করে। প্রতি মাসে বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করে থাকে প্রতিষ্ঠানটি।
ইমরুল কাওসার ইমন বর্তমানে দৈনিক ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সক্রিয় সদস্য।
বিআলো/তুরাগ



