পিরোজপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন
জামাল খান, পিরোজপুর: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫। দিবসটি পালন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুর।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার, উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, ব্র্যাক প্রতিনিধি উর্মি ভাদুড়ী, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ভান্ডারিয়ার প্রধান শিক্ষক অমল চন্দ্র কির্তনীয়া প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে প্রতিবন্ধীদের চলমান সমস্যাবলি, সামাজিক প্রতিবন্ধকতা এবং সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান, মর্যাদা ও সহানুভূতিশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করবো।” তিনি প্রতিবন্ধী-বান্ধব সমাজ গঠনে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বিআলো/ইমরান



