পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা
আর্ন্তজাতিক ডেস্ক: দুই বছরের বেশি সময় পর প্রথমবারের মতো ভারতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর নয়াদিল্লি পৌঁছানোর কথা রয়েছে, যেখানে তিনি ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
২২ সালের ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর। বৈঠকে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়েছে দ্য মিন্ট। বিশেষত এসইউ-৫৭ যুদ্ধবিমান এবং এস-৫০০ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
আইসিসির গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও ভারত রোম স্ট্যাটিউট স্বাক্ষর না করায় পুতিনের সফরে কোনো আইনি বাধা নেই। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ভারত উত্তেজনার মধ্যেও মোদি পুতিনকে আমন্ত্রণ জানান।
সফর ঘিরে দিল্লিতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয়, স্নাইপার, ড্রোন নজরদারি ও এআই মনিটরিংসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সময়ে ইউরোপের তিন দেশের দূতেরা টাইমস অব ইন্ডিয়ায় নিবন্ধ লিখে ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় সে পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পুতিন আসার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারত-রাশিয়া সামরিক সহযোগিতা চুক্তি অনুমোদন করেছে, যা যৌথ মহড়া, ত্রাণ কার্যক্রম ও সরঞ্জাম সরবরাহ নিয়ে দুই দেশের সমন্বয় জোরদার করবে।
বিআলো/শিলি



