পুরোনো উত্তীর্ণরা ঝুলে আছে, চলমান রিট উপেক্ষা করেই চট্টগ্রাম ওয়াসায় নতুন নিয়োগ
চট্টগ্রাম ব্যুরো : হাইকোর্টে চলমান রিট মামলা ও পূর্বের নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ রেখেই চট্টগ্রাম ওয়াসায় তড়িঘড়ি নতুন জনবল নিয়োগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
২০২২ সালে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ জন প্রার্থী তিন বছর ধরে অপেক্ষমাণ থাকলেও তাদের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অথচ সেই প্রক্রিয়া নিষ্পত্তি না করেই ২০২৫ সালের ডিসেম্বরে আবার একই পদসহ ২৪ ক্যাটাগরিতে ৩২৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আগের পরীক্ষায় ব্যয় হয়েছিল প্রায় ২২ লাখ টাকা, আর নতুন নিয়োগ পরীক্ষায় ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৬ লাখ টাকা যা তিনগুণেরও বেশি। অভিযোগ উঠেছে, প্রশাসন ও প্রভাবশালী মহলের পছন্দের প্রার্থীরা আগের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মৌখিক পরীক্ষা বাতিল করা হয়।
পাশাপাশি সাংগঠনিক কাঠামো ব্যবহারে দ্বৈতনীতি ও নির্বাচনের আগে এত বড় নিয়োগ আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা। ওয়াসা কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, প্রকৌশলীর সংকট থাকায় জরুরি ভিত্তিতেই এই নিয়োগ এবং এতে কোনো অনিয়ম বা লেনদেন হয়নি।
বিআলো/আমিনা



