• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পুলিশ প্রশাসনের কোনো দপ্তরে ঘুষ-দুর্নীতি থাকবে না: এসপি মো. আব্দুর রকিব 

     dailybangla 
    22nd Sep 2024 4:37 am  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেছেন, জেলার পুলিশ প্রশাসনের কোনো দপ্তরে ঘুষ বা দুর্নীতি থাকবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সেবামূলক কাজে অনেকেই পুলিশের কাছে আসেন। এ ক্ষেত্রে যেকোনো পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ উঠে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই তাকে ছাড় দেয়া হবে না।

    গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) প্রসঙ্গে বলেন, একসময় আমরা অনেকেই বলতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক) ঠিক সেইরকম অবস্থা। এ প্লাটফর্মে কোনোরকম কোনো কিছু দেখলে তা আগে সত্য- মিথ্যা যাচাই করতে হবে।

    কিশোর গ্যাং প্রসঙ্গে এসপি বলেন, কিশোর গ্যাংয়ের জন্য আমরা আলাদা করে ডাটাবেইজ তৈরি করব। সেখানে পূর্বে কেউ এর সঙ্গে জড়িয়ে থাকলে তাদের ডাটাবেইজ দেখে কাজ করব। পরবর্তীতে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারাই জড়িত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। চাঁদপুরবাসী সত্যিই শান্তিপ্রিয়। আমরা সবাই মিলে অপরাধমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে একটি নিরাপদ চাঁদপুর গড়ে তুলব।

    অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটওয়ারী, বিএম হান্নান, প্রেস ক্লাবের সহসভাপতি রহিম বাদশা, সহসভাপতি সোহেল রুশদী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, মোশাররফ হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহি জুয়েল, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক চাঁদপুর কন্ঠের সেলিম রেজা, ক্রীড়া সাংবাদিক চৌধুরী ইয়াসিন ইকরাম, প্রেস ক্লাবের সদস্য মো. সালাউদ্দিন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটওয়ারী, দৈনিক একাত্তর কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মাসুদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের মফস্বল সম্পাদক মাইনুল ইসলাম, সাংবাদিক বিপ্লব সরকার প্রমুখ।

    আলোচনার সভার পূর্বে নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান চাঁদপুর জেলার সাংবাদিকরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930