• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পুলিশি হামলার প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল 

     dailybangla 
    28th Aug 2025 10:47 pm  |  অনলাইন সংস্করণ

    মীর তোফায়েল হোসেন: ঢাকায় প্রকৌশলী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েটের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার রাত ৮টায় রুয়েট শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তালাইমাড়ী এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা নানান স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে এক শিক্ষকও মিছিলে অংশগ্রহণ করেন।

    বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা জানান, তাদের যে তিন দফা দাবি তা যৌক্তিক। সেই যৌক্তিক দাবির জন্য তারা অনেক দিন ধরেই আন্দোলন করছেন। দাবি না মানায় সকল প্রকৌশলী শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেন। সেখানে তাদের ওপর পুলিশ হামলা করে আহত করেন।তারই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিচার করে তাদের তিন দফা ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি জানান। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

    শিক্ষার্থীদের তিন দফার প্রথম দাবি হলো নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চায় তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। দ্বিতীয় দাবিটি হলো দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে। দশম গ্রেডে আমাদেরকে কোন ধরনের আবেদনের সুযোগ দেওয়া হয়নি।সেখানে আমাদের সুযোগ দিতে হবে। তৃতীয় দাবিটি হলো ইন্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইন্জিনিয়ার পদবি লিখতে পারবে না। ডিপ্লোমারা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবে ইন্জিনিয়ারিং পদবি না।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031