প্রকাশ হলো হ্যাপি মমো’র নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ওরে মন’
ভালোবাসার সুরে নতুন গল্প
হৃদয় খান: ভালোবাসা, অনুভূতি আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে সুর ও দৃশ্যের আবেশে মেলে ধরেছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ওরে মন’। রোমান্টিক গল্প ও হৃদয়ছোঁয়া গানের মেলবন্ধনে নির্মিত এই মিউজিক্যাল ফিল্মটি আজ ২০ জানুয়ারি ইউটিউবে প্রকাশ পেয়েছে। মুক্তির পরপরই দর্শক-শ্রোতাদের মধ্যে গানটি নিয়ে আলাদা কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।
‘ওরে মন’ মিউজিক্যাল ফিল্মটির গল্প ও পরিচালনায় রয়েছেন বোরহান উদ্দিন মেরাজ। ভালোবাসার গভীরতা, অনুভূতির ওঠানামা এবং সম্পর্কের জটিল মুহূর্তগুলোকে তিনি পর্দায় তুলে ধরেছেন সংবেদনশীলভাবে। গল্প বলার সাবলীল ভঙ্গি ও আবেগী দৃশ্যায়ন পুরো ভিডিওটিকে করেছে আরও প্রাণবন্ত।
গানটির কথায় কলম ধরেছেন রনক রায়হান। তার লেখা শব্দে শব্দে ফুটে উঠেছে প্রেম, প্রত্যাশা ও হৃদয়ের ভাষা। গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন ও তারান্নুম আফরিন। দুজনের কণ্ঠের মেলবন্ধনে গানটি পেয়েছে এক ধরনের নরম, আবেগী ও রোমান্টিক আবহ, যা শ্রোতাদের সহজেই মন ছুঁয়ে যাচ্ছে।
গানটির সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, গানটির সুর করেছেন আকাশ সেন নিজেই। সুর, সংগীত ও কণ্ঠের সুন্দর সমন্বয়ে ‘ওরে মন’ হয়ে উঠেছে আরও ব্যক্তিগত ও অনুভবনির্ভর একটি গান।
মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন হ্যাপি মমো ও বোরহান উদ্দিন মেরাজ। তাদের স্বাভাবিক অভিনয় ও পর্দার রসায়ন গল্পের আবেগকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। দৃশ্যায়ন, আবহ ও পারফরম্যান্সের সমন্বয়ে পুরো ভিডিওটি একটি পরিপূর্ণ ভালোবাসার গল্প হিসেবে দর্শকের সামনে উপস্থাপিত হয়েছে।
নির্মাতা বোরহান উদ্দিন মেরাজ জানান, গল্পের গভীরতা ও গানটির অনুভূতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ‘ওরে মন’ নির্মাণ করা হয়েছে। তার আশা, এই মিউজিক্যাল ফিল্মটি দর্শক-শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং সমসাময়িক রোমান্টিক গানপ্রেমীদের কাছে আলাদা করে ভালো লাগবে।
বিআলো/তুরাগ



