প্রতি মাসে গড়ে ২০ হত্যা ঢাকায় : ডিএমপি
নাজমুন নাহার ঊর্মি: গত ১০ মাসে রাজধানী ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে হিসেবে প্রতি মাসে গড়ে অন্তত ২০টি খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
মঙ্গলবার সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। পুলিশ বেশিরভাগ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে বলেও জানান তিনি।
তালেবুর রহমান জানান, “গত ১০ মাসে আমরা যদি রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করি, মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।মাসে গড়ে ২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার, এমনকি অজ্ঞাতনামা নবজাতকের মরদেহ উদ্ধার হলেও হত্যা মামলা রুজু করা হয়।”
এসময় রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় তিনি বলেন, এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। তবে, এই হত্যাকাণ্ডের ঘটনায় কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন ডিএমপির এই মুখপাত্র।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি দোকানে মুখোশ ও হেলমেট পড়া তিন ব্যক্তি ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন।
বিআলো/এফএইচএস



