প্রতিকূলতার দেয়াল ভেঙে মেডিক্যালে নূর নবীর সাফল্য
রাফিউ হাসান হামজা, শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ইউনিয়নের বসুপাড়ার সন্তান মো. নূর নবী সংগ্রামকে সঙ্গী করেই ছুঁয়েছেন সাফল্যের শিখর। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন।
সীমিত পারিবারিক সামর্থ্যরে কারণে অষ্টম শ্রেণি থেকেই টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন নূর নবী। তবুও দায়িত্ব আর দারিদ্র্য তার স্বপ্নকে থামাতে পারেনি। সূচীপাড়া উচ্চ বিদ্যালয় ও সূচীপাড়া ডিগ্রি কলেজে পড়াশোনার পাশাপাশি বিতর্ক, বক্তৃতা, স্কাউট ও সাংস্কৃতিক কার্যক্রমে নিয়মিত সাফল্য এনে তিনি নিজেকে আলাদা করে চিনিয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ও সুবর্ণ জয়ন্তী রোভার মুটসহ উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন তার মেধার স্বীকৃতি। মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ঢাকায় এসে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও অধ্যবসায় ও সহায়তায় শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছান তিনি।
ব্যস্ত শহরের ভিড়ে পথ হারাতে বসলেও অনলাইনে পরিচিত একজন ভাই তাকে পরামর্শ, সাহস আর অনুপ্রেরণা দিয়ে পাশে থেকে এগিয়ে নিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। নূর নবীর ভাষায়, কিছু সম্পর্ক রক্তের নয় কিন্তু সমান শক্তিতে পাশে দাঁড়ায় তার জীবনে এই মানুষটি ঠিক তেমনই ছিলেন।
নিজের সাফল্যের জায়গায় দাঁড়িয়ে নূর নবীর কণ্ঠে কৃতজ্ঞতার সুর সবচেয়ে বেশি বাবা-মায়ের প্রতি। তাদের কঠোর পরিশ্রম, সংগ্রাম আর নিঃশর্ত ভালোবাসাই তাকে টেনে তুলেছে বারবার। পাশাপাশি তার শিক্ষক, ভাইবোন, আত্মীয়-স্বজন, সহপাঠী এবং শুভাকাঙ্খীরা ছিলেন সবসময়ই শক্তির উৎস।
নূর নবীর বিশ্বাস, সাফল্যের কোনো শর্টকাট পথ নেই; যে পথেই হাঁটা হোক, অধ্যবসায়ই শেষ পর্যন্ত মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়। তার সব অর্জনের মাঝেও নূর নবীর স্বপ্ন খুব সহজ। তিনি বড় হওয়ার প্রতিযোগিতায় নেই, মানুষ হওয়ার প্রতিযোগিতায় আছেন।
তার কথা জীবনে অনেক প্রতিযোগিতা থাকে কিন্তু মানুষের মতো মানুষ হওয়ার দৌড়ে প্রতিযোগী খুব কম। তাই তিনি এই প্রতিযোগিতার একজন সাধারণ অংশগ্রহণকারী যেখানে হারার ভয় নেই আছে কেবল নিজের সঠিক পথে থাকার চেষ্টা।
ওসমানী মেডিক্যালে ভর্তির সুযোগ তার জীবনে নতুন দিগন্ত তৈরি করেছে। ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করাই তার স্বপ্ন। তার এই অর্জন আজ শাহরাস্তির মানুষের জন্য গর্ব ও অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
বিআলো/আমিনা



