প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদ নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন
মনিরুল ইসলাম মনির: প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকরা। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নিপীড়ন ও নির্যাতনের ঘটনার বিরুদ্ধেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে নারায়ণগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুই দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে সন্ত্রাসী হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। স্বাধীনতার পর এই ধরনের ন্যাক্কারজনক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নজিরবিহীন। এই হামলা কেবল দুটি পত্রিকার বিরুদ্ধে নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
প্রথম আলো নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক পলাশ ও ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা সৌরভ সিয়ামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শরীফ উদ্দিন সবুজ, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক, কবি ও সাংবাদিক কাজল কানন, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ



