• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রথমবার যুক্তরাষ্ট্রে স্টেজ শোতে পারফর্ম করতে যাচ্ছেন আতিয়া আনিসা 

     dailybangla 
    14th Aug 2025 3:23 pm  |  অনলাইন সংস্করণ

    অভি মঈনুদ্দীন: আতিয়া আনিসা, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’খ্যাত এই সময়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত এই সঙ্গীতশিল্পীর সবসময়ই লক্ষ্য, স্বপ্ন ছিলো নিজের মৌলিক গান দিয়েই গানে গানে সুরে সুরে শ্রোতা দর্শককে মুগ্ধ করবেন। হয়েছেও ঠিক তাই। গানকে পেশা হিসেবে নিয়ে যখন থেকে তিনি তার নিজের ক্যারিয়ার শুরু করেছেন তখন থেকেই তিনি মৌলিক গান প্রকাশেই মনোযোগী ছিলেন। যে কারণে নিজের একক-দ্বৈত মৌলিক গান প্রকাশে মনোযোগ ছিলো তার। নাটক, ওয়েবের গানেও আতিয়া আনিসার কণ্ঠের মাধুর্য মুগ্ধ করেছে শ্রোতা দর্শককে। তবে বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গান দিয়ে আতিয়া আনিসা যেন স্বপ্নের চূড়ায় চলে আসেন। এই এক গানেই শ্রোতা দর্শক আতিয়া আনিসাকে চিনে নেয়, জেনে নেয়। বেড়ে যায় আতিয়া আনিসার স্টেজ শো। ঢাকা, ঢাকার বাইরে স্টেজ শোতে মেতে উঠেন আতিয়া আনিসা।

    তবে এরইমধ্যে তিনি আরো একটি সুখবর দিলেন। আর তা হলো তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানকার বিভিন্ন স্টেট-এ ১৪টি শোতে তার গান গাওয়ার কথা রয়েছে। এরইমধ্যে নয়টি শো কনফার্ম বলেও নিশ্চিত করেছেন আনিসা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আতিয়া আনিসা। আতিয়া আনিসা বলেন, নিজের গানের সুবাদেই যুক্তরাষ্ট্রে যাচ্ছি প্রথম। সঙ্গীতজীবনের শুরু থেকেই আমার একটি স্বপ্ন ছিল, নিজের গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং দেশের সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। আজ সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে চলেছে, যা আমার জন্য গর্বের বিষয়। যদিও এটি আমার জীবনের প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ, তবে পেশাগতভাবে এটি আমার চতুর্থ আন্তর্জাতিক সফর। আমি যতবার দেশের বাইরে গিয়েছি, সবসময়ই গানের আহ্বানেই গিয়েছি।

    গান আমাকে জীবনে অগণিত সুযোগ, অভিজ্ঞতা ও ভালোবাসা উপহার দিয়েছে। ইনশাআল্লাহ, এই পথ আরো দীর্ঘ হবে এবং সঙ্গীতের মাধ্যমে আমি আরো দূর এগিয়ে যেতে পারব। ধন্যবাদ বদরুদ্দোজা সাগর ভাইকে। এর আগে আতিয়া আনিসা ব্যাংকক, ভারত ও অষ্ট্রেলিয়াতে সঙ্গীত পরিবেশন করেছেন। আনিসা জানান, আগামী চার/পাঁচদিনের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন। দেশে ফেরার কথা আগামী ২৯ অক্টোবর। যদি সেখানে গিয়ে শো আরো বেড়ে যায় তবে দেশে ফিরতে আরো কিছুদিন দেরি হতে পারে। আনিসার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত জনপ্রিয় গান হচ্ছে ইমরানের সঙ্গে ‘আমায় রাখিও পরাণে বান্ধিয়া’। গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, মিউজিক করেছেন সজীব দাস। উল্লেখ্য, ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

    বিআলো/ইমরান

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930