প্রথমবারের মতো ওয়াশিংটনে যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
dailybangla
02nd Nov 2025 3:27 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করতে যাচ্ছেন- যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
আগামী ১০ নভেম্বরের দিকে এই সফর হতে পারে বলে জানিয়েছে মার্কিন কূটনৈতিক মহল।
মানামায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক জানান, সফরটি ওয়াশিংটন-দামেস্ক সম্পর্ক পুনর্গঠনের নতুন পথ খুলে দিতে পারে।
আশা করা হচ্ছে, শারা আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে যোগদানের বিষয়েও আলোচনা করবেন।
আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়া আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিআলো/শিলি



