প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় জামায়াত নেতৃত্বাধীন জোট
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় জটিলতা তৈরি করতে পারে- এমন আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্বস্তি না পাওয়ার কথা জানিয়েছে দলগুলো।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আট দলের জরুরি বৈঠক শেষে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, “আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টার ভাষণ জাতিকে স্বস্তি দেবে। কিন্তু ভাষণের বিশ্লেষণ করলে দেখা যায়, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এটি সুখকর ভবিষ্যতের ইঙ্গিত দেয় না।”
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের নয় মাসের প্রচেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল আসেনি। কারণ গণভোটের আগে জনগণ কোন কোন সংস্কার চায়, তা নির্ধারণ করা প্রয়োজন ছিল।
জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের প্রস্তাব সম্পর্কে তাহের বলেন, “একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া জটিল হয়ে পড়বে।”
জামায়াতের এই বৈঠকে অংশ নেয়া আট দলের নেতারা একমত হন যে, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে আরও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।
বিআলো/শিলি



