প্রবাসী স্বামী রেখে প্রথম স্বামীর সঙ্গে বসবাস
এ.বি.এস রতন, নওগাঁ : নওগাঁ শহরে প্রবাসে থাকা স্বামীকে রেখে তালাকপ্রাপ্ত প্রথম স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাসের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নারীর নাম মাহফুজা বেগম।
তিনি ২০২১ সালে প্রথম স্বামী সান্টু রহমানকে তালাক দিয়ে একই বছর যুক্তরাষ্ট্রপ্রবাসী সামছুল আলমকে বিয়ে করেন। বিয়ের পর সামছুল আলম বিদেশে চলে যান এবং সেখান থেকে নিয়মিত আর্থিক সহায়তা পাঠাতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, প্রবাসী স্বামী বিদেশে থাকার সুযোগে মাহফুজা নওগাঁ শহরের গোস্তহাটির মোড় এলাকায় একটি ফ্ল্যাটে তালাকপ্রাপ্ত প্রথম স্বামী সান্টুর সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় চার বছর ধরে বসবাস করছেন।
ভবনের কেয়ারটেকার ও একাধিক বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রবাসী সামছুল আলমের প্রথম স্ত্রী রোকেয়া বেগম প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় মাহফুজা বেগমসহ ছয়জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
আইনজীবীরা বলছেন, আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী একজন নারীর একাধিক স্বামী থাকা দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধির ৪৯৪ ধারায় এ ধরনের অপরাধে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। অভিযোগের বিষয়ে মাহফুজা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সান্টু রহমান ও প্রবাসে থাকা সামছুল আলম অভিযোগ অস্বীকার করেছেন।
বিআলো/আমিনা



