প্রবাসী স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা তানজিকা আমিন
dailybangla
28th Dec 2025 11:26 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: প্রবাসী স্বামীর সঙ্গে দূরত্বে থেকেও কীভাবে সংসার ও সম্পর্ক সামলাচ্ছেন সে অভিজ্ঞতা খোলামেলাভাবে তুলে ধরেছেন অভিনেত্রী তানজিকা আমিন।
সম্প্রতি ‘স্টার লাউঞ্জ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তার ব্যক্তিগত জীবন, অতীত সম্পর্ক, দাম্পত্য বোঝাপড়া এবং লং ডিস্ট্যান্স রিলেশনের বাস্তবতা নিয়ে কথা বলেন। বর্তমানে তানজিকা ঢাকায় অবস্থান করলেও তার স্বামী সাইফ বাসুনিয়া থাকছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।
অনুষ্ঠানে তিনি সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বিশ্বাস ও যোগাযোগের গুরুত্বের কথাও তুলে ধরেন।
রুহানি সালসাবিল লাবণ্য সঞ্চালিত অনুষ্ঠানটি শুক্রবার রাত সাড়ে ১০টায় দেশ টিভির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
বিআলো/শিলি



