প্রবাসীদের পোস্টাল ব্যালটে নিবন্ধন ৯২ হাজার ছাড়াল
dailybangla
30th Nov 2025 3:44 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৯২ হাজার ৩৮৫ জন প্রবাসী।
ইসি জানায়, ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ৫৪৪ এবং নারী ১৪ হাজার ৮৪১ জন।
মোট ৫০ লাখ প্রবাসীকে ভোট প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়ে ইসি কাজ করছে।
নিবন্ধনকারীদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হবে, ভোট দিয়ে তা ফেরত পাঠাতে হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে।
বিআলো/শিলি



