প্রশাসনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সোহেল রানা চৌধুরী, রাজবাড়ী : গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা হলরুমে অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঢাকা বিভাগ বিভাগীয় কমিশনার। বিশেষ অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক সুলতান আক্তার। ঢাকা বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহোদয় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উপস্থিত হয়ে নির্বাচন ও ভোট গ্রহণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. প্রদীপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা নির্বাচন কমিশন মো.জসিম উদ্দিন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কাদের সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



