প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত
dailybangla
27th Dec 2025 10:59 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
গতকাল শুক্রবার এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা আজ বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিআলো/শিলি



