প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মো. রেজাউল করিম আপিলে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে হলফনামা ও মনোনয়ন ফর্মে তথ্যগত ঘাটতির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে ইসি আপিল গ্রহণ করে তার প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি কমিশনের প্রতি কৃতজ্ঞ। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের জনগণই আমার শক্তি।
জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটে আমি বিজয়ী হবো বলে বিশ্বাস করি। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়েই জনগণের রায় প্রতিফলিত হবে—এটাই আমার প্রত্যাশা।
উল্লেখ্য, অধ্যাপক মো. রেজাউল করিম নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ, একই বছরের ১২ জুনের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের গোলাম মসীহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিউর রহমান নানু মুফতি, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, বিএনপির আজহারুল ইসলাম মান্নান, গণঅধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী, খেলাফত মজলিসের শাহজাহান, জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া, জনতার দলের আব্দুল করিম মুফতি, আমার বাংলাদেশ পার্টির আরিফুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
বিআলো/তুরাগ



