প্রিয়াঙ্কা জামানের বিয়ের স্বপ্ন পূরণ
অভি মঈনুদ্দীন: দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান নারায়ণগঞ্জের ব্যবসায়ী রাকিবুল হাসানের সঙ্গে বিয়ে সম্পন্ন করে দেশে ফিরবেন ২৩ নভেম্বর।
দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান অবশেষে তার স্বপ্নের মানুষকে বিয়ে করেছেন। কয়েকদিন ধরে বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন, তিনি একজন ভালো মনের, ধর্মপরায়ণ ও নিজেকে ভালোবাসতে জানেন এমন মানুষকে বেছে নিতে চান।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে গত ১০ নভেম্বর প্রিয়াঙ্কা জামান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আনুষ্ঠানিকতা ঢাকার একটি পুরনো বাড়িতে উভয় পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয়।
বিয়ের পরের দিনই দম্পতি ওমরাহ হজ্জ্ব পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা ২৩ নভেম্বর দেশে ফিরবেন।
প্রিয়াঙ্কা জামান বলেন, “রাকিবের সঙ্গে পরিচয় দীর্ঘ নয়, তবে অল্পদিনের পরিচয়ে আমি চেষ্টা করেছি তাকে ভালোভাবে বুঝতে। সবকিছুর বিবেচনা সাপেক্ষে আমি তাকে বেছে নিয়েছি। বিগত দিনের স্বপ্নের মতোই রাকিব একজন ভালো মনের মানুষ। বিয়ের পরও তার বিনয় ও কেয়ারিং-এ আমি মুগ্ধ।”
রাকিবুল হাসান বলেন, “প্রথম দেখাতেই প্রিয়াঙ্কাকে ভালো লাগতে শুরু করেছিল। কয়েকবার সাক্ষাৎ পরপরই সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, যা পরে পারিবারিকভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি অত্যন্ত খুশী।”
অভিনয় দিক দিয়ে প্রিয়াঙ্কা জামান সম্প্রতি সজীব চিশতীর ‘গয়নার বাক্স’সহ আরও দুটি নাটকে কাজ করেছেন। এছাড়াও সুনামগঞ্জে ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন।
প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘যেমন জামাই তেমন বউ’, আর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো হলো ‘কী করে বলবো তোমায়’, ‘যন্ত্রনা’ ও ‘প্রেম দামী’। প্রিয়াঙ্কাকে প্রথমবার আড়ং-এর বিলবোর্ডে দেখা যায়।
বিআলো/শিলি



