• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খুলনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কয়রার জি এম ইমদাদুল হক 

     dailybangla 
    18th Aug 2025 5:10 pm  |  অনলাইন সংস্করণ

    মুশফিকুর রহমান, কয়রা (খুলনা): খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কয়রা থানার ওসি জি এম ইমদাদুল হক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সার্বিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেন।

    ওসি ইমদাদুল হকের নেতৃত্বে কয়রা থানা সম্প্রতি অপরাধ দমন, মাদক বিরোধী অভিযান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাঁর দিকনির্দেশনায় থানার অন্যান্য কর্মকর্তারাও ভালো কাজের স্বীকৃতি পেয়েছেন।

    কয়রা থানার সেকেন্ড অফিসার এসআই রাজেত হোসেন, এসআই মোঃ তারেক মাহমুদ, এসআই বিজন, এসআই তনয় কুমার পাল, এসআই প্রণয় মন্ডল, এএসআই ফজলুর রহমান, ফরিদুল হক, জাহিদুল হক ও আব্বাস উদ্দিনকে ভালো কাজের জন্য অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

    স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, কয়রা থানার এই সাফল্য জননিরাপত্তা আরও জোরদার করবে এবং জনগণের আস্থা বাড়াবে।

    ওসি জি এম ইমদাদুল হক বলেন, “এই স্বীকৃতি পুরো থানার সদস্যদের প্রাপ্তি। আমরা সবসময় জনগণের পাশে থেকে মাদক ও অপরাধ দমনে কাজ করে যাব।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031