• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী দোসরদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দাবি নুরের 

     dailybangla 
    15th Aug 2025 11:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদের পতনের পরও অনেকের মধ্যে ফ্যাসিবাদী মনোভাব দেখা যাচ্ছে।

    তিনি বলেন, গণঅভ্যুত্থানে যুবলীগ ও ছাত্রলীগের দখল, চাঁদাবাজি ও তাণ্ডবের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল; একবছরের মধ্যে সেই আচরণের পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে।

    নুর বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবন দিয়েই নতুন বাংলাদেশ গড়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের বিচারে অগ্রগতি করতে পারেনি। ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও দোসরদের আস্ফালন এখনো দেখা যাচ্ছে।” তিনি জাতীয় পার্টিসহ সকল ফ্যাসিবাদী দোসরের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়ার দাবি জানান।

    জুলাই গণঅভ্যুত্থান ও ২০১৮-এর কোটা সংস্কারের স্মৃতিচারণে নুর বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তিনি পরবর্তী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের ওপর জোর দেন এবং বলেন, “নির্বাচনের জন্য নয়, স্বপ্নের নতুন বাংলাদেশের জন্য জনগণ জীবন দিয়েছে।”

    নুর বলেন, আগামী নির্বাচন হবে জুলাই সনদ ও রাজনৈতিক সমঝতা ভিত্তিক এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে। তিনি সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

    ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা প্রসঙ্গে নুর সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, দলবাজি ও দুর্নীতির কারণে জাতীয় ঐক্য ভেঙে গেছে। তিনি বলেন, “যদি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার দিকে মনোযোগ না দেওয়া হয়, ফ্যাসিবাদ আবারো সুযোগ পাবে।”

    তিনি নির্বাচনের আগে সংকট এড়াতে নতুন নির্বাচনী ও নিরপেক্ষ সরকারের দাবি পুনর্ব্যক্ত করেন।

    সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, সিনিয়র সহসভাপতি ফারুক হাসানসহ স্থানীয় নেতারা। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930