ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৯

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৯

স্পোর্টস ডেস্ক: ফিফা র‍্যাঙ্কিংয়ে আবারো পেছাল বাংলাদেশ। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে জেমি ডের দলের অবস্থান এখন ১৮৯তম। বৃহস্পতিবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা
ফিফা।

বাংলাদেশ সম্প্রতি কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে অংশ নিয়েছিল। কিন্তু আসরে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেটির প্রভাবই পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এদিকে দক্ষিণ এশিয়ান দেশগুলোর মধ্যে সবার ওপরে থাকা ভারতেরও হয়েছে অবনমন। দুই ধাপ নেমে তারা এখন ১০৭ নম্বরে।

যথারীতি শীর্ষে রয়েছে বেলজিয়াম। ২০১৮ সাল থেকে শীর্ষ স্থান ধরে রেখেছে তারা। আগের মতোই দুই নম্বরে আছে ব্রাজিল। এক ধাপ এগিয়ে তিনে উঠেছে ইংল্যান্ড। ফ্রান্স নেমে গেছে চার নম্বরে।

পাঁচে রয়েছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি, ছয় নম্বরে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শীর্ষে দশে থাকা অন্য চার দেশ যথাক্রমে- পর্তুগাল, স্পেন, মেক্সিকো ও ডেনমার্ক।  

বিআলো/শিলি