ফরিদপুরে ট্রিপল হত্যা মামলায় রুবেলের পাচঁ দিনের রিমান্ড

ফরিদপুরে ট্রিপল হত্যা মামলায় রুবেলের পাচঁ দিনের রিমান্ড

সেতু আক্তার, ফরিদপুর জেলা প্রতিনিধি:  ফরিদপুর শহরের বাইপাস এলাকায় ট্রিপল হত্যা মামলায় বিখ্যাত টেন্ডারবাজ, মাদকব্যবসায়ী ও ভূমিদস্যু সাজ্জাদ হোসেন বরকত ও তার ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেল এর ৮ম দফায় পাচঁ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার (৫ জুলাই) দুপুরে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ফরিদপুরের এক নম্বর আমলী
আদালতের বিচারক মোহাম্মদ ফারুক হোসাইন ওই হত্যা মামলায় রিমান্ড আবেদন শুনানী শেষে দুই ভাইকে পাচঁ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, ২০১৫ সালে গণপিটুনীতে ট্রিপল হত্যা কান্ডের ঘটনা ঘটে। সেই মামলায় তাদের দুই ভাইকে আদালতে নেয়া হলে ৫দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এদিকে সিআইডির অনুসন্ধানে বিদেশে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিআইডির ঢাকা মেট্টো পশ্চিম বিভাগের পুলিশ পরিদর্শক এস.এম মিরাজ আল মাহমুদ ডিএমপির কাফরুল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন/২০১২(সংশোধনী/২০১৫) এর ৪(২) ধারায় মামলা দায়ের করেন।

প্রসঙ্গত-গত ১৬ মে রাতে জেলা আওয়ালীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ৭ জুন রাতে বরকত, রুবেল দুই ভাই সহ মোট ৯জনকে আটক করে পুলিশ। ঐদিন তাদের আটকের পর তাদের হেপাজত থেকে অবৈধ অস্ত্র, বিদেশি মদ, ইয়াবা,নগদ ২৯ লক্ষ টাকা, ৯৮ হাজার ভারতী রুপি,৩ হাজার ইউ এস ডলার, পাসপোর্ট, ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়।

এরপর বরকতের সবেচেয়ে কাছের সেকেন্ড ইন কমান্ড এসও মনির ও রুবেলের কলকাতার ব্যবসায়ীক ম্যানেজার সুমন সাহা ও রেজাউল করিম বিপুলকে একটি বিদেশি পিস্তল সহ আটক করা হয়। এছাড়া তাদের বেশ কয়েকজন সহযোগীদের আটক করেছে পুলিশ । তারা প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।

বিআলো/শিলি