ফরিদপুরে পুলিশের অভিযানে ৫৮ জন গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় পুলিশের অভিযানে গত ৪৮ ঘণ্টায় কৃষকলীগ নেতাসহ ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুর সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে বোয়ালমারী উপজেলার কৃষকলীগ নেতা লিটন মৃধার নাম নিশ্চিত করেছে পুলিশ। তবে অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে একই অভিযানের ধারাবাহিকতায় গত ৭২ ঘণ্টায় ফরিদপুর জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় সব থানায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক এবং ফরিদপুর-১ আসনের এনসিপির মনোনয়নপ্রত্যাশী হাসিবুর রহমান অপু বলেন, অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনা প্রয়োজন।
বিআলো/ইমরান



